Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
90জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগুল ১৭ বছরে পা দিল রবিবার। জন্মদিন উপলক্ষে গুগুলের হোমপেজে স্পেশাল ডুডল প্রকাশ করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে ২৭ সেপ্টেম্বরকে জন্মদিন হিসেবে পালন করেছে গুগুল।
কীভাবে গুগুলের যাত্রা শুরু হয়েছিল ডুডলে তাই তুলে ধরা হয়েছে।
হোমপেজের ডুডলে দেখা যাচ্ছে একটা ওল্ড স্কুল ডেস্কটপ স্ক্রিন, একটি লিনাক্স পেঙ্গুইন, একটি লাভা ল্যাম্প ও উপরে রয়েছে সার্ভারের সঙ্গে লেগো ব্লকস।
২৭ সেপ্টেম্বরকে গুগুল ১৭তম জন্মদিন হিসেবে পালন করলেও এটা নিয়ে কিছুটা গরমিল রয়েছে। এর আগেও ভিন্ন ভিন্ন কয়েকটি তারিখে জন্মদিন পালন করেছে প্রতিষ্ঠানটি। যদি ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর ল্যারি পেজ ও সার্গেই ব্রিন গুগুলের নিবন্ধন করান, তবে সে হিসেবে এটা হবে গুগুলের ১৮তম জন্মদিন।
এ ছাড়া ১৯৯৬ সালের জানুয়ারির প্রথমদিকে যাত্রা শুরু করেছিল গুগুল। সে হিসেবে গুগুলের বয়স হয়েছে ১৯ বছর। এর মধ্যে আরও দ্বন্দ্ব তৈরি করেছে খোদ গুগুল। তারা ৭ ও ৪ সেপ্টেম্বরেও জন্মদিন পালন করেছে।
তবে ২০১৩ সালের ২৭ সেপ্টেম্বরকে নিজেদের জন্মদিন হিসেবে ব্যবহার করেছে গুগুল। এর আগে ২০০২ সালে চতুর্থ জন্মদিন হিসেবে তারিখ ব্যবহার করা হয়েছিল ২৭ সেপ্টেম্বর। পাশাপাশি পঞ্চম জন্মদিনে ৮ সেপ্টেম্বর (২০০৩) ও ষষ্ঠ জন্মদিন গুগুল পালন করে ৭ সেপ্টেম্বর (২০০৪)। বিতর্ক যাই থাকুক, ২৭ সেপ্টেম্বরকে জন্মদিন হিসেবে বেশি ব্যবহার করেছে গুগুল।