Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
15বগুড়ার কাহালুতে একটি পেপার মিলের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।
কাহালু থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, কাহালুতে একটি পেপার মিলের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে তিন শ্রমিক। এসময় সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়।
নিহত শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেননি ওই এসআই।