Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
16অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই আশ্বাস দেন শন ক্যারলের নেতৃত্বে পাঁচ সদস্যের অস্ট্রেলিয় প্রতিনিধি দলকে।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন,‘ আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা বলেছি। আশা করি অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে।’
তিনি জানান, বাংলাদেশ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সফর বিলম্বিত করার অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর পরও অস্ট্রেলিয়া যদি মনে করে তহালে তাদেরকে সর্ব্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন র‌্যাব, পুলিশ ও বিসিবির উর্ধ্বতন কর্মকর্তারা।
২ টেস্টের সিরিজ খেলতে গতকাল ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে হঠাৎ সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকায় আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল।
সোমবার তিনি বৈঠকে বসেন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে।