Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
51গুগুল সদর দফতরে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার সিইও সুন্দর পিচাই সহ শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মোদীর সাক্ষাৎ হয়েছে। খবর জিনিউজের।
ভারতের ৫০০ রেল স্টেশনের গুগুল দ্রুত গতির ইন্টারনেট সেবা দেবে বলে জানায় প্রতিষ্ঠানটির কর্ণধার সুন্দর পিচাই।
পিচাই মোদীকে দেখে বলেন, ভারতের মানুষের তথ্য জানার আগ্রহ রয়েছে। গুগুল ভারতের জন্য বিভিন্ন আঞ্চলিক ভাষার সফটওয়ার যোগ করবে। আগামী মাসে গুগুলের অ্যান্ড্রোয়েড স্মার্টফোনে ভারতের ১১টি ভাষা যোগ করা হবে। যার মধ্যে মোদীর গুজরাটি ভাষা থাকবে।
মোদী বলেন, তিনি ভারতে গিয়ে মানুষজনকে বোঝাবেন কীভাবে প্রযুক্তি মানুষকে পাল্টে দিতে পারে।