Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
61‘কোন বিশেষ দল বা ব্যক্তিই দেশের উন্নয়ন করতে পারেনা, সকলের সহযোগিতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের অকল্পনীয় উন্নয়ন করেছে’ বলে মন্তব্য করেছেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বর্তমান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম।
সোমবার সকাল ৯টায় পটুয়াখালীতে ৩ দিনব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে বক্তেব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মজিবুল হক, সওজ নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বনকর্মকর্তা মিহির কুমার দো, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক সাথী সম্পাদক এইচ এম আনোয়ার হোসেন।