Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
24রাজধানীর গুলশানে কূটনৈতিক পাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত ইতালীয় নাগরিক সিসেরো তেভেলার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত শেষ হয়।
সিসেরো তেভেলার মৃতদেহ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজের হিমাগারে রাখা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতির পর তার লাশ হস্তান্তর করা হবে।
ঢামেক ফরেনসিক বিভাগেরি প্রধান ও সহকারী অধ্যাপক কাজী মো. আবু সামাদ জানান, ময়নাতদন্তে সিসেরোর শরীরের ভেতর থেকে একটি রিভলবারের গুলি বের করা হয়েছে। তার শরীরে মোট তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে সিসেরোকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। এরপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাংলাদেশে তাদের নাগরিকদের চলাফেরায় সতর্ক হতে বলেছে। এর আগেই অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানায়।