Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
70সব ধরণের সংশয় এবং জল্পনা কল্পনা শেষে শুরুটা ভালোই গেল মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়ার। প্রথম ছবিতেই তার অভিনয় দিয়ে দর্শক মনে জায়গা করে নিলেন। শুধু ফারিয়ার অভিনয়ই নয়, দর্শকদের মন কেড়েছে ছবির গান, লোকেশনসহ ছবির গল্প ও মেকিংও । ঈদে মুক্তিপ্রাপ্ত এই ছবির প্রতিটি শো’ যাচ্ছে হাউসফুল। সব মিলিয়ে দারুণ উচ্ছঃস্বিত ফারিয়া। তিনি বলেন, প্রথম ছবি হিসেবে অনেক ভয় ও সংশয় কাজ করেছিল। পরবর্তীতে ছবিটি প্রথম কলকাতায় মুক্তি পাওয়ার পর সেখানকার দর্শকদের ভালো রেসপন্স আমার মধ্যে আত্মবিশ্বাস ও আশার আলো জুগিয়েছিল। তবুও এ দেশের দর্শক আমাকে প্রথমবার বড় পর্দায় দেখছেন। এখানকার দর্শকদের কাছে আমার গ্রহণযোগ্যতা আমার পরবর্তী ধাপে এগুনোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমার এদেশের দর্শকরা আমাকে হতাশ করেন নি। তাদের কাছে আমার অভিনয় প্রশংসিত হয়েছে , তারা ভালোভাবে আমাকে গ্রহণ করছেন । আর এ ব্যাপারটা একজন নতুন অভিনেত্রী হিসেবে আমার কাছে খুবই আনন্দের।
এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় মাত্র দুটি ছবিই পরিপূর্ণ বাণিজ্যিক ছবি। শাকিব খান, অপু বিশ্বাস, ববি অভিনীত ‘রাজাবাবু-দ্য পাওয়ার’ এবং নুসরাত ফারিয়া ও অঙ্কুশ অভিনীত ‘আশিকী’। দুটি ছবিই দর্শক টানতে সক্ষম হয়েছে। শাকিবের ছবির পাশাপাশি দর্শকরা আগ্রহ নিয়েই উপভোগ করছেন ‘আশিকী’ ছবিটি।