Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
73বলিউডে এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা সালমান খান ও সোনম কাপুর অভিনীত প্রেম রতন ধন পায়ো। আগামী ১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটির ট্রেইলার।
ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানটি বিশাল পরিসরে ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে হতে যাচ্ছে। কেননা ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানটি সালমান খান ও সোনম কাপুর সাংবাদিকরা ছাড়াও প্রথমবারের মতো তাদের ভক্তদের উপস্থিতিতে আয়োজন করতে চান।
আর সেজন্য টুইটারে বিশেষ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যেখানে বিজয়ী প্রত্যেকেই তাদের পরিবারসহ উপস্থিত থাকতে পারবেন সালমান ও সোনম কাপুর অভিনীত প্রেম রতন ধন পায়ো’র ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে।
সালমান-সোনমের ভক্তদের জন্য সিনেমাটির প্রযোজনা সংস্থা টুইটারে জানিয়েছে, ‘প্রেম-এর সঙ্গে দেখা করতে চান? তাহলে তৈরি হয়ে যান। প্রেম-এর সঙ্গে ট্রেইলার দেখুন প্রেম রতন ধন পায়ো’র।’
আরেকটি টুইটে বলা হয়েছে, ‘প্রেম রতন ধন পায়ো’র ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে আপনাকে ও আপনার পরিবারকে প্রেম আমন্ত্রণ জানাচ্ছে।’
আর এজন্য টুইটারে পরিবারের সঙ্গে ভক্তদের ছবি আপলোডের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিশেষ হ্যাশট্যাগ ব্যবহার করে। প্রতিযোগিতায় নির্বাচিত সকলের জন্যই থাকছে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রেইলার দেখা ও সালমান-সোনমের সঙ্গে দেখা করার সুবর্ন সুযোগ।