Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
83গ্রাম্য একটি মেয়ের প্রতিবাদী হয়ে ওঠার কাহিনী নিয়ে সিনেমা নির্মাণ করছেন বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহান। ‘অবলা নারী-ওয়াও বেবি ওয়াও’ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নবাগতা মারিয়া চৌধুরীকে। তার বিপরীতে অভিনয় করছেন আরেক নবাগত তুর্কী ইমরান।’
সিনেমার শ্যুটিংয়ের সময় সৃষ্ট মজার সব ঘটনা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ‘অবলা নারী’র মারিয়া চৌধুরী, তুর্কী ইমরান ও সোহানুর রহমান সোহান।
এটিএন বাংলার ঈদ আয়োজন “ক্যানকা কমেডি আওয়ার” অনুুষ্ঠানে ১ অক্টোবর রাত ১১টায় দর্শকদের সামনে হাজির হবেন তারা। সাঈদ তারিকের রচনা ও পরিচালনায় অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন দেবাশিষ বিশ্বাস।