Tue. Oct 14th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
113আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে গতিশীল, সহজ ও ঝামেলামুক্ত করতে শিক্ষারর্থীদের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দেয়ার নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিউশন ফিসহ অন্যান্য ফি সংগ্রহ এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক লেনদেন ব্যবস্থাপনাসহ শিক্ষার্থী বা অভিভাবকদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিবিধ আর্থিক সেবা ঝামেলামুক্ত ও সহজ করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রযুক্তিনির্ভর সেবা প্রদান করতে হবে। এছাড়াও এ ধরনের আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোকে নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের টিউশন ফিসহ অন্যান্য ফি বা চার্জ গ্রহণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় আর্থিক সেবা প্রদানে কেন্দ্রীয় ব্যাংক যেসব নির্দেশনা বা পরামর্শ দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: ব্যাংকে বর্তমানে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির বিপরীতে শিক্ষার্থীদের বেতন ও সব ধরনের ফি বা চার্জ গ্রহণের প্রক্রিয়াকে পরিবর্তন করে অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কার্ড বেজড পেমেন্ট সিস্টেমসের যেকোনো এক বা একাধিক পদ্ধতি চালু করা। এক্ষেত্রে প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক বা চুক্তি সম্পাদন করতে নির্দেশনায় বলা হয়েছে।
শিক্ষার্থীদের বয়স ৬ থেকে ১৮ বছর হলেও স্কুল ব্যাংকিং হিসাব এবং ১৮ বছরের বেশি হলে সাধারণ ব্যাংক হিসাব (সঞ্চয়ী বা চলতি ইত্যাদি) খুলে উল্লিখিত ব্যবস্থা কার্যকর করবে। স্কুল ব্যাংকিং হিসাবগুলো থেকে সরকারী ফি ব্যতীত অন্য কোনো প্রকার সার্ভিস চার্জ বা ফি কর্তন করা যাবে না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব রক্ষিত আছে এমন ব্যাংকের যেকোনো শাখায় বা অন্য ব্যাংকে টিউশন ফিসহ অন্যান্য সব ফি বা চার্জ জমাদানের ব্যবস্থা করা। একই সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবাসহ ই-কমার্স পেমেন্ট গেটওয়ে বা গেটওয়ে নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকিং সেবা প্রদান করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রাথমিকভাবে এসব সেবা জেলা শহরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করতে হবে এবং পর্যায়ক্রমে তা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণ করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।