Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
122মঙ্গলগ্রহে পানি প্রবাহের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এর ফলে সৌরজগতের লাল গ্রহ হিসেবে পরিচিত মঙ্গলে বেঁচে থাকার সম্ভাবনাও বেড়েছে।
সংস্থাটির বিজ্ঞানীরা বলছেন, গ্রহটির উপরিভাগে গ্রীষ্মের মাসগুলোতে পানির প্রবাহ আবিষ্কার সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা খতিয়ে দেখার ক্ষেত্রে দিক নির্দেশক হবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এ্যারোন্যাটিকস এন্ড স্পেস এডমিনিস্ট্রেশন (নাসা) এর একটি মহাকাশযানের তথ্য বিশ্লেষণ শেষে সোমবার এ সব তথ্য জানানো হয়।
নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের প্রশাসক জন গ্রানসফেল্ড বলেন, ‘আমরা অনুসরণ করছিলাম মঙ্গলের পানি। আমাদের অনুসন্ধানের লক্ষ ছিল মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া। এখন আমরা সেই প্রমাণ পেয়েছি যা এতোদিন সন্দেহ করতাম।’
তিনি বলেন, ‘এটা উল্লেখযোগ্য অগ্রগতি যে, পানি থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। যদিও পানি লবণাক্ত- আজকের মঙ্গলের পৃষ্ঠে এ পানি প্রবাহিত হচ্ছে।’
নাসার এই বিজ্ঞানীর দাবি, যেহেতু পানি থাকার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ মিলেছে, সেহেতু খুব দ্রুত মঙ্গলে জীবনের অস্তিত্বও মিলবে।
তবে এই পানির উৎস কিংবা এর রসায়ন এখনও অজানাই রয়ে গেছে নাসার কাছে। তাদের ধারণা, পানির অস্তিত্ব আবিষ্কার- মঙ্গলের আবহাওয়া পৃথিবীর আবহাওয়ার মতো বিজ্ঞানীদের এমন চিন্তাভাবনায় পরিবর্তন আনবে।