খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
ফেসবুকের বন্ধু তালিকা থেকে কাউকে সরিয়ে দিলে কি শাস্তি পেতে হতে পারে? দ্বীপরাষ্ট্র তাসমানিয়ায় এটি সম্ভব। সম্প্রতি তাসমানিয়ার একটি বিশেষ ট্রাইব্যুনাল একটি আদেশ দিয়েছেন যাতে বলা হয়েছে, সহকর্মীকে যদি কেউ ফেসবুকের বন্ধু তালিকা থেকে সরিয়ে ফেলেন তা নিপীড়নের শামিল হবে।
ফেয়ার ওয়ার্ক কমিশন নামের ওই ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দিয়েছেন যে, নিউজফিড থেকে সরিয়ে ফেলার ফলে সহকর্মীর স্বাস্থ্য ও নিরাপত্তাগত ঝুঁকি তৈরি হয়।
সম্প্রতি তাসমানিয়ার একটি রিয়েল এস্টেট এজেন্ট অফিসে দুই নারী সহকর্মীর মনোমালিন্য থেকে সৃষ্ট একটি মামলায় আদালত এ আদেশ দেন। মতপার্থক্য চরমে পৌঁছালে মিসেস বার্ড তাঁর সহকর্মী রবার্টসকে বন্ধু তালিকা থেকে বাদ দেন। এতে রবার্টস বিষণœতা ও উদ্বেগে ভুগতে শুরু করায় আদালত তাঁর পক্ষে রায় দেন। এতে ‘মানসিক পরিপক্বতার ঘাটতি ও অযৌক্তিক আচরণ’ দেখানো হয় বলে উল্লেখ করেন আদালত।
সম্প্রতি কলোরাডো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ফেসবুকে যদি কেউ কাউকে বন্ধু তালিকা থেকে বাদ দেন তাহলে বাস্তব জীবনে ৪০ শতাংশ ক্ষেত্রে তাঁকে এড়িয়ে চলার ঘটনা ঘটতে দেখা যায়।
এ ধরনের ঘটনা এড়াতে বিরক্তিকর বন্ধুর আপডেট লুকিয়ে রাখাই নিরাপদ অপশন।