খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫
জাতিসংঘের শরণার্থী শিবিরগুলোতে ইন্টারনেট সেবা চালু করার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেইসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। নিউ ইয়র্কে জাতিসংঘ ফোরামে ওই ঘোষণা দেওয়ার সময় ইন্টারনেট সংযোগ শরণার্থীদের জন্য সাহায্য পাওয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ সহজ করে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শরণার্থী শিবিরগুলোতে ইন্টারনেট সেবা চালু করার পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার নতুন একটি ক্যাম্পেইনে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন জাকারবার্গ।
ইন্টারনেট সংযোগ জাতিসংঘের উন্নয়ন লক্ষমাত্রা অর্জন এবং দারিদ্র মোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেন জাকার্বার্গ।
‘কানেক্টিভিটি ডিক্লারেশন’ নামের নতুন ওই ক্যাম্পেইনে আরও অংশ নেবেন আইরিশ রকব্যান্ড ইউটু’র ভোকালিস্ট ও উন্নয়ন কর্মী বনো, হলিউডি অভিনেত্রী শার্লিজ থেরন, উদ্যোক্তা রিচার্ড ব্র্যানসন ও বিল গেটস এবং উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস।
বিশ্বের প্রায় তিনশ’ কোটি মানুষ এখন ইন্টারনেট সংযোগের আওতায় আছে বলে জানিয়েছে ম্যাশএবল। বাকি চারশ’ কোটি মানুষের কাছেও ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়াই ওই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।
অন্যদিকে ফেইসবুকে প্রতিমাসে অন্তত একবার লগ ইন করেন এমন ব্যবহারকারীর সংখ্যা দেড়শ’ কোটি বলে জানিয়েছেন জাকারবার্গ। ফেইসবুকে প্রথমবারের মতো ২৪ ঘন্টার মধ্যে একশ’ কোটি ব্যবহারকারী লগ ইন করার ঘটনাও চলতি সেপ্টেম্বর মাসেই ঘটেছে বলে জানান তিনি।