খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
গুগলের হোমপেজে আজ মঙ্গলবার একটি অ্যানিমেটেড ডুডল দেখানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা মঙ্গলগ্রহে পানির অস্তিত্ব খুঁজে পাওয়ার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে ডুডলটি প্রদর্শন করছে গুগল। ডুডলটি গোলাকার একটি লাল রঙের মঙ্গলের অ্যানিমেটেড চিত্র দেখানো হচ্ছে, যা একটি পানির গ্লাসে চুমুক দিচ্ছে। খবর এএফপি ও রয়টার্সের।
পরীক্ষা-নিরীক্ষা শেষে গতকাল রাতে নাসার গবেষকেরা মঙ্গলগ্রহে তরল পানির অস্তিত্ব থাকার কথা জানান। মার্কিন মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা বলেন, মঙ্গলগ্রহে পানির প্রবাহ রয়েছে। নাসার একটি মহাকাশযানের মাধ্যমে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গতকাল সোমবার এ ঘোষণা দিয়েছেন তাঁরা।
বিজ্ঞানীরা গতকাল এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, তাঁদের মহাকাশযান মার্স রিকনিসনস অরবিটার গত গ্রীষ্মকালেও মঙ্গল গ্রহের পৃষ্ঠভাগে লোনা পানির প্রবাহ দেখতে পেয়েছে। বিজ্ঞানীরা অতীতেও মঙ্গলে পানির অস্তিত্বের কথা বলেছেন। এর পৃষ্ঠভাগে লোনা পানির প্রবাহ থাকার প্রমাণ এটাই প্রথম। এতে গ্রহটি প্রাণের অস্তিত্ব টিকে থাকার উপযোগী বলে মনে করছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়) নাসার এক সংবাদ সম্মেলনে আসে ওই ঘোষণা। নাসার বিজ্ঞানবিষয়ক সহযোগী প্রশাসক জন গ্রুনসফিল্ড সাংবাদিকদের জানিয়ে দেন, ‘মঙ্গল শুষ্ক, ঊষর গ্রহ নয়, যেমনটি আমরা ভেবে আসছি।’
গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে নেচার জিওসায়েন্স সাময়িকীতে। গবেষক ম্যাকওয়েনসহ অন্য গবেষকেরা গ্রহটির নিরক্ষীয় অঞ্চলের কিছু সরু চ্যানেলে লবণের এমন কিছু উপাদান দেখতে পান, যা কেবল পানির উপস্থিতিতেই গঠিত হয়।