Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
11ফেসবুকের হোক্স বা ভাঁওতাবাজি থেকে সচেতন থাকুন।সম্প্রতি ফেসবুকে নানা রকম হোক্স বা ভাঁওতাবাজির পোস্ট বেড়ে যাওয়ায় ফেসবুক ব্যবহারকারীদের এ ধরনের পোস্ট সম্পর্কে সচেতন করে দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এসব পোস্টে চটকদার নানা কথাবার্তার পাশাপাশি ব্যবহারকারীর মনে ভয় জাগানো নানা কথা বলা থাকে।
ফেসবুকে সম্প্রতি একটি ভাঁওতাবাজির পোস্ট বেশি ছড়াচ্ছে। যাতে বলা হচ্ছে, ‘আপনি যদি আপনার ছবি ও অন্যান্য কনটেন্টের কপিরাইট নিজের কাছে রাখতে চান তবে দ্রুত একটি আইনি নোটিশ পোস্ট করুন। অথবা ফেসবুকের প্রোফাইল যদি ব্যক্তিগত রাখতে চান তবে আপনাকে ফেসবুককে পয়সা দিয়ে তা ব্যবহার করতে হবে।’ তবে ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, এ ধরনের পোস্টগুলো স্রেফ ভাঁওতাবাজি। অনেকে না জেনেই এ ধরনের পোস্টে ক্লিক করে বসছেন।
ফেসবুকে দীর্ঘদিন ধরেই ভাঁওতাবাজির নানা রকম পোস্ট ছড়িয়ে পড়তে দেখা যায়। ২০০৯ সালে প্রথম এ ধরনের পোস্ট প্রথম দেখা যায়। এরপর থেকে বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে এ ধরনের পোস্ট ছড়িয়ে পড়ে। ২০১২ সালেও এ ধরনের পোস্ট দেখা গিয়েছিল। সর্বশেষ এ বছরের জানুয়ারি মাসে এ ধরনের পোস্ট ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। পোস্টগুলোর ভাষা পরিবর্তন করে কিংবা হালের কোনো ঘটনা যুক্ত করে এ পোস্টগুলো ছড়ানো হয়। সম্প্রতি ফেসবুকে ছড়ানো একটি হোক্স পোস্টের ভাষ্য এরকম ‘এটা এখন অফিশিয়াল। বিভিন্ন মিডিয়াতে এটা প্রকাশ পেয়েছে। ফেসবুক ব্যবহার চালিয়ে যেতে হলে এবং স্ট্যাটাস প্রাইভেট রাখতে হলে ৫ দশমিক ৯৯ মার্কিন ডলার করে ফি লাগবে। তবে এ বার্তাটি যদি আপনার পেজে পেস্ট করেন তবে এ খরচ আর লাগবে না। আগামীকালের মধ্যে যদি এই পোস্টটি নিজের ওয়ালে পোস্ট না করেন তবে আপনার সব পোস্ট পাবলিক হয়ে যাবে। এমনকি কোনো বার্তা বা ছবি মুছে ফেলা যাবে না। সামান্য কপি-পেস্ট করতে তো কোনো অর্থ খরচ হচ্ছে না।’
ফেসবুকে ছড়ানো নানা ধরনের গুজব ও ভাঁওতাবাজির পোস্টে কান না দিতে নিষেধ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ‘মঙ্গলে পানি থাকলেও ইন্টারনেটে এ ধরনের পোস্টের সবকিছু বিশ্বাস করা থেকে সাবধান। আর ফেসবুক সবার জন্য বিনা মূল্যে ব্যবহারের সুযোগ থাকছেই। ফেসবুকে আইনি নোটিশ সংক্রান্ত পোস্টে কপি-পেস্টের বিষয়ে সাবধান থাকাই শ্রেয়। কারণ এগুলো হোক্স।’
২০১২ সালে ছড়ানো একটি হোক্স নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ‘ব্যবহারকারীর তথ্য ও কনটেন্টের মালিকানা পরিবর্তন নিয়ে যে গুজব ছড়াচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট। ফেসবুক ব্যবহারকারীই নিজেই তার তথ্য নিয়ন্ত্রণ করার মালিক। এ বিষয়টি ব্যবহারকারীর নীতিমালায় স্পষ্ট করা আছে।’