Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
19সবশেষ ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া দল। দীর্ঘ ৯ বছর পর বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে শেষ পর্যন্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের আকাশে মেঘের ঘনঘটা। অনিশ্চয়তার দোলাচলে দুলছে অসিদের এই সফর। সুতোয় ঝুলছে টেস্ট সিরিজের ভাগ্য। এমন সময় বাংলাদেশ দলের প্রশংসা করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড।
সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকাকে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ খুবই ভালো করছে। ঘরের মাঠে তারা টানা তিনটি ওয়ানডে সিরিজ জিতেছে। টেস্টেও ভালো করছে। তবে নতুন অধিনায়কের নেতৃত্বে তরুণ অস্ট্রেলিয়া দলের জন্য এই সফরটি দারুণ একটি সুযোগ। উপমহাদেশের কন্ডিশনে খেলাটা তাদের জন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ। আশা করছি তারা সেটা কাজে লাগাতে পারবে।’
বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে অবশ্যই নিরাপত্তার বিষয়টি আগে ভাবতে হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিদর্শক দল সবকিছু পর্যবেক্ষণ করেছে। এখন সরকার ও হাইকমিশন যে সিদ্ধান্ত নেবে সে অনুসারেই আমাদেরকে এগোতে হবে।’
প্রতিবেদনে সন্ত্রাসীদের গুলিতে ইতালিয়ান নাগরিকের নিহত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, ১৬০ মিলিয়ন লোকের বাংলাদেশের ৯০ শতাংশের বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী। সেখানে ভিন্ন ধর্মের কারো যাওয়াটা নিরাপদ নয়।