Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
34রাজধানীর সবুজবাগ থানার বাসাবো কদমতলা এলাকায় চা বানাতে গিয়ে গ্যাসের চুলার আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে।
মৃতের নাম মো. মাহবুবুল আলম বনি (৩০)। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, মঙ্গলবার বিকালে তিনি ঈদ ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। পরে তিনি চা বানাতে গিয়ে রান্না ঘরে গ্যাসের চুলার জন্য ম্যাচের কাঠি জালান। এতে ওই ঘরে আগুন ধরে যায়।
পরে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় রাত পৌনে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি রাজধানীর সবুজবাগ থানার বাসাবো কদমতলার ৪ নম্বর বাড়িতে থাকতের। মৃত মাহবুবুল আলম বনি বরগুনা জেলার বেতাগী থানার চান্দুখালী গ্রামের মাওলানা আবদুস সাত্তারের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শঙ্কর পাল বলেন, তার শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি মারা গেছেন।