Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
56আজকাল নিত্য নতুন মোবাইল অ্যাপে দুনিয়া ছেয়ে গিয়েছে। মানুষ তার পছ্ন্দ মত অ্যাপ্লিকেশন বাছাই করে নিচ্ছেন। বেশির ভাগ অ্যাপই মানুষের সুবিধার জন্য তৈরি। সেগুলি মানুষের কাজেও যেমন লাগে তেমনই সুরক্ষাও প্রদান করে।
কিন্তু বর্তমানে এমনও অ্যাপ্লিকেশন বাজারে এসেছে সেগুলি আপনারে সমস্যায় ফেলতে পারে। এদের মধ্যেই একটি হল ন্যুড ইট বা ন্যুড স্ক্যানার। এই ধরণের মোবাইল অ্যাপ মানুষের পোষাকের ভিতর উঁকি দিতে পারে।
আসলে এই অ্যাপ বডি স্ক্যানিংয়ের মত কাজ করে। এই অ্যাপ্লিকেশনটি মোবাইলের ক্যামেরার সঙ্গে কানেক্ট হয়ে যে কোনও মানুষের শরীর স্ক্যান করতে পারে। এতে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে এটি শরীর স্ক্যান করার সঙ্গে সঙ্গে নগ্ন শরীরের ছবিও তুলে নিতে সক্ষম।
বডি স্ক্যান করার এই অ্যাপটি অ্যান্ডয়েড বা আইওএসে কাজ করতে পারে। যদিও গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে এটি পাওয়া যাবে না। তবে বেশ কিছু ওয়াবসাইটে এটিকে এপিকে ফাইল হিসেবে পাওয়া গেলেও যেতে পারে।
আসলে ন্যুড স্ক্যানার বাস্তবে কোনও মানুষের শরীরকে নগ্ন দেখাতে পারে না। তবে এটি মজা করার জন্য ব্যবহার করা যেতে পারে। এই অ্যাপ্লিকেশনে মানব শরীরের বিভিন্ন অংশের ছবি আগে থেকেই স্টোর করা থাকে। এই ছবি গুলি কোনও মানুষের ছবির সঙ্গে ব্যবহার করা যেতে পারে।
এই অ্যাপসের মাধ্যমে তৈরি ছবি দেখে সাধারণ মানুষের মনে হতেই পারে অ্যাপ্লিকেশনটি সত্যিই শরীর স্ক্যান করতে সক্ষম। কিন্তু সত্যিটা আলাদাই। আসলে মুখশ্রী বাদ দিয়ে বাকী শরীরটাই কপি-পেস্ট করে তৈরি করা যায়। বেশ কিছু মানুষ ইতিমধ্যেই এই অ্যাপের সাহায্যে নিজের বন্ধুদের সঙ্গে মজা করেছেন।