খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ভাইবার পাবলিক চ্যাটস। বিভিন্ন তারকা, প্রিয় ব্যক্তিও ব্র্যান্ডের অনুসরণ করতে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা হয়। ইনস্ট্যান্ট মেসেজিং সেবাদাতা ভাইবার এটি চালু করেছে। গত বছরের নভেম্বর মাসে এ সেবাটি চালু হয়।
ভাইবারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাইবারের ফ্যামিলিয়ার ইন্টারফেস পাবলিক চ্যাটসের মাধ্যমে ব্যবহারকারীরা সংবাদ, খেলাধুলা, সঙ্গীত, ফ্যাশন, বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রের তারকা, ব্যক্তি ও ব্র্যান্ডের লাইভ ডিসকাশন অনুসরণ ও শেয়ার করতে পারবেন। ব্যবহারকারীরা তাদের ভাইবার বন্ধুদের বিশেষ কোনো পাবলিক চ্যাট অনুসরণের জন্য ইনভাইট করতে পারবেন।
ভাইবারের পাবলিক চ্যাটস সেকশনের হোম স্ক্রিনে জনপ্রিয় চ্যাটগুলো প্রদর্শন করা হয়।
ভাইবার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান অনুভব নায়ার বলেন, ‘বাংলাদেশে ভাইবার পাবলিক চ্যাটস জনপ্রিয় হচ্ছে। নতুন নতুন অংশীদার ও তারকারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা বেশ সাড়া পাচ্ছি।’