Fri. Apr 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
101২০১০ সালের পর গতকাল মঙ্গলবার একসঙ্গে দুটি নেক্সাস ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিল গুগল। এর মধ্য একটি হচ্ছে পাঁচ দশমিক দুই ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত আরেকটি পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের।
গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গুগল আয়োজিত এক অনুষ্ঠানে হুয়াই ও এলজির তৈরি নেক্সাস ৫এক্স ও নেক্সাস ৬পি স্মার্টফোনের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে নেক্সাস ৫এক্সের দাম হবে ৩৭৯ মার্কিন ডলার আর ৬পির দাম হবে ৪৯৯ মার্কিন ডলার।
নেক্সাস ৬পি স্মার্টফোনটিতে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি ​ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা থাকবে। এতে আরও থাকবে স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, তিন জিবি র‍্যাম। ৩২,৬৪ ও ১২৮ জিবি সংস্করণে এটি পাওয়া যাবে। এর পেছনে ১২ দশমিক ৩ মেগাপিক্সেল ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ধাতব কাঠামোর স্মার্টফোনটির পুরুত্ব হবে ৭দশমিক ৩৩ মিলিমিটার। ব্যাটারি হবে ৩ হাজার৪৫০ মিলিঅ্যাম্পিয়ার ও সামানে দিকে স্টেরিও স্পিকার থাকবে।
নেক্সাস ৫এক্স স্মার্টফোনে ৫দশমিক দুই ইঞ্চি মাপের ফুল এইচডি (১০৮০ বাই ১৯২০ পিক্সেল) রেজুলেশন থাকবে। ৬৪ বিটের স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসর যুক্ত স্মার্টফোনটির র‍্যাম হবে ২জিবি। স্টোরেজ সুবিধা হবে ১৬ জিবি ও ৩২ জিবি। তবে এতে মাইক্রোএসডি কার্ড সুবিধা থাকবে না। নেক্সাস ৫এক্সের পেছনে ১২ দশমিক ৩ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। ব্যাটারি হবে ২ হাজার ৭০০ মিলিঅ্যাম্পিয়ার।
দুটি মডেলের স্মার্টফোনে দ্রুতগতিতে চার্জ দেওয়ার জন্য টাইপ-সি ইউএসবি থাকবে। গুগলের দাবি, আইফোন ৬প্লাসের চেয়ে দ্বিগুণ দ্রুতগতিতে চার্জ হবে ৬পিতে।
দুটি মডেলের স্মার্টফোনেই গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ মার্সম্যালো প্রিলোড করা থাকবে।