Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
103চট্টগ্রামের রাউজানে এক বসতঘরে ২৪ টি গোখরা সাপ ও একটি তক্ষক (স্থানীয় নাম টুটটেং) এর উপস্থিতিতে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার উপজেলার রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার হাসমত আলীর বাড়ীর আহমদ করিমের ঘরে এই সাপগুলো দেখা যায়।
সরেজমিন পরিদর্শনে জানা যায়, পাকা দালানের ফ্লোরের একটি গর্ত থেকে একে একে বেরিয়ে আসে ২৪ টি গোখরা সাপের ছানা। এই ভীতিকর পরিস্থিতিতে পরিবারের সদস্য ও স্থানীয়রা মিলে উত্তেজিত হয়ে এসব সাপ মেরে ফেলে।
এছাড়াও এই ঘরে একটি তক্ষক পাওয়া যায় যেটি মেরে ফেলা হয়। এই নিয়ে পুরো গ্রামে বেশ আলোড়ন সৃষ্টি হয়।