Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
10ভালো আছেন লাকী আখন্দ। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার তিনি তার ডাক্তারের সঙ্গে ফের দেখা করবেন– এমনটিই জানিয়েছেন জনপ্রিয় গীতিকার ও গীতিকবি আসিফ ইকবাল।
বুধবার সন্ধ্যায় ফেসবুকে এক স্ট্যাটাসে আসিফ ইকবাল লেখেন ‘পরম করুণাময়ের অপার কৃপায় লাকী ভাই ভালো আছেন। আগামীকাল তাঁর সার্জনের সঙ্গে appointment। সার্জারির জায়গাটা শুকালে তার এক সপ্তাহ দশ দিন পর শুরু হবে কেমোথেরাপি। এর মধ্যে একটা বাসা উনারা পেয়ে গেছেন। আগামী ৪ (অক্টোবর) লাকী ভাই আর লাকী ভাইয়ের কন্যা মাম্মিন্তি ওই বাসায় মুভ করবেন।’
আসিফ ইকবাল এই স্ট্যাটাসের সঙ্গে মাম্মিন্তি ও লাকী আখান্দের সাম্প্রতিক দু’টি ছবি পোস্ট করেছেন। আসিফ ইকবাল আরও লিখেছেন— ‘লাকী ভাইয়ের আজকে একটা কি-বোর্ড কিনতে যাবার কথা। ওখানে বসে গানে সুর করবেন। বলেছেন আমাকে গান পাঠাতে!’ ছবি দুটি সম্পর্কে আসিফ লিখেছেন—‘ঈদের আগে ব্যাঙ্ককে তোলা। মাম্মিন্তি আর লাকী ভাই ঘুরতে বেরিয়েছিলেন।’
‘আপনাদের সবার আন্তরিকতায় আধুনিক বাংলা গানের কিংবদন্তি লাকী ভাই এ পর্যন্ত আসতে পারলেন। কৃতজ্ঞতা আপনাদের সবার জন্যে, যারা দুঃসময়ে তাঁর পাশে ছিলেন। সবাই লাকী ভাইয়ের জন্যে দোয়া করবেন।’— এভাবে স্ট্যাটাস শেষ করেছেন আসিফ ইকবাল।