Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
17বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সফরে আসা না আসার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে না জানালেও গণমাধ্যমের খবর অনুযায়ী তাদের বাংলাদেশ সফরে না আসাটা প্রায় নিশ্চিত।
অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে না আসতে চাওয়ার অজুহাত হচ্ছে নিরাপত্তা। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তাদের শতভাগ নিরাপত্তার আশ্বাস দেয়া হয়েছে। অনেকেই বলেছেন, এরপরও যদি অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে না আসে তাহলে তাদের নিরাপত্তা কোনও সমস্যা নয়। এর পেছনে অন্য কারণ থাকতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাচক আকরাম খান বলেছেন, বাংলাদেশ সম্প্রতি ভালো ক্রিকেট খেলছে। তাদের সফরে না আসার পেছনে এটিও একটি কারণ হতে পারে। এর আগেও অস্ট্রেলিয়ার এমন সফর বাতিলের প্র্যাকটিস আছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিলো। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে তারা সফরে আসেনি।