খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
টুইট মানে মাত্র ১৪০ অক্ষর। যা বলার বলে ফেলতে হয় এই ১৪০ অক্ষরেই। এত দিন মাইক্রোব্লগিং সাইট টুইটারের এটাই ধরাবাঁধা নিয়ম থাকলেও এবার তা থেকে সরে আসতে যাচ্ছে টুইটার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট রি/কোড তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, টুইটার নতুন একটি সেবা তৈরি করতে যাচ্ছে যাতে ব্যবহারকারী ১৪০ অক্ষরের বেশি লিখতে পারবেন। আজ রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
টুইটারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে রি/কোড জানিয়েছে, টুইটারের নির্বাহীরা যেভাবে টুইটে অক্ষর সংখ্যা গোনা হয় তাতে পরিবর্তন আনার কথা ভাবছেন। এখান থেকে লিংকের অক্ষর বাদ দেওয়ার কথাও ভাবছেন তাঁরা।
টুইটার এমন একটি সময়ে তাদের পরিবর্তনের কথা ভাবতে যাচ্ছে যখন এর ব্যবহারকারী বাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন কর্তাব্যক্তিরা। এ বছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন এই তিন মাসে টুইটার ব্যবহারকারী বাড়ার হার গত দুই বছরের চেয়ে সবচেয়ে কম ছিল।
অনেক টুইটার ব্যবহারকারী ও ডেভেলপার মনে করছেন, ১৪০ অক্ষর বাদ দিয়ে পুরোপুরি ফেসবুকের মতো স্ট্যাটাস দেওয়ার সুবিধা চালু করতে পারে টুইটার যেখানে শব্দসীমা নির্ধারিত থাকবে না।
তবে টুইটারের নতুন সেবা কেমন হবে সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি রি/কোড। টুইটারের কোনো কর্মকর্তাও এ বিষয়ে মুখ খুলতে চাননি।
বর্তমানে ব্যবহারকারীদের কাছে টুইটারকে আরও সহজ করতে ও বেশিক্ষণ ব্যবহারকারীকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টুইটার কর্তৃপক্ষ।
এর আগে টুইটারে সরাসরি বার্তা আদান প্রদানের ক্ষেত্রে ১৪০ অক্ষরের বাধ্যবাধকতা সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এ ছাড়াও টুইটার থেকে পণ্য কেনা ও অর্থ দান করার সুবিধাও যুক্ত করেছে তাঁরা।