খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
টারগাসের প্রেজেন্টার মাউসটারগাস ব্র্যান্ডের ওয়্যারলেস প্রেজেন্টার মাউস বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।
প্রেজেন্টেশন দেওয়ার পাশাপাশি ওয়্যারলেস এয়ার মাউস হিসেবেও এটি ব্যবহার করা যাবে। এতে ব্যবহৃত হয়েছে লংরেঞ্জ ২.৪ গিগাহার্টজ ওয়্যারলেস প্রযুক্তি যার ফলে ১৫ মিটার দূর থেকে প্রেজেন্টার হিসেবে এটি ব্যবহার করা যাবে।
মাউসটির সঙ্গে ৩ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি। মাউসটির দাম ২ হাজার ৯০০ টাকা।