Sun. Oct 12th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
22বঙ্গপোসাগরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে গবেষণা চালাবে ভারত। এ অঞ্চলের বাস্তুসংস্থান জলবায়ুর ওপর বিশেষ প্রভাব ফেলে থাকে।
ভারতের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সিএসআইআর) জাতীয় সমুদ্রবিদ্যায়তনের (এনআইও) এক দল গবেষক আগামী অক্টোবর-নভেম্বর মাসজুড়ে বঙ্গোপসাগরের এই অঞ্চলে গবেষণা পরিচালনা করবে। এ সময় তাদের সাথে থাকবে গবেষণা কাজে নিয়োজিত জাহাজ সিন্ধু সাধনা।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গবেষণা কাজ চালাতে বাংলাদেশি গবেষকদের প্রশিক্ষণ দেবে ভারত।
বাংলাদেশ ছাড়াও কাতার, কুয়েত, ওমান, শ্রীলংকা, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার সাথে যৌথভাবে সমুদ্রবিদ্যার ওপর গবেষণা কাজ পরিচালনা করবে ভারত।
ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় এনআইও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে সমুদ্র গবেষণা চালানোর বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়।
এনআইও-এর পরিচালক স্ব নাকভি বলেন, বঙ্গোপসাগরে মিঠা পানির ব্যাপক প্রবাহ রয়েছে। গঙ্গা ও বহ্মপুত্রের মাধ্যমে ব্যাপকভাবে পলি মাটিও জমা পড়ে। এটা জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখে। তাই উভয় দেশের স্বার্থে এই গবেষণা জরুরি। আমরা অনেক দিন ধরে এর জন্য অপেক্ষা করছিলাম। অবশেষ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে গবেষণা সুযোগ মিলল।’
ভারত মহাসাগর সন্নীবেশিত দেশগুলোর সাথে এ ধরনের গবেষা চালানো হবে বলে জানান নাকিব।