Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫
52রাজধানীর উত্তরার দক্ষিণখান থেকে সাইদুল ইসলাম (২৮) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার ৩৫৫ নম্বর বাসা থেকে বুধবার রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য রাতেই লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সাইদুল কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোরগাছি গ্রামের মৃত আলফাস আলীর ছেলে।
দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সাইদুল একটি কোম্পানিতে চাকরি করতেন। তিনি ঈদের ছুটি শেষে সোমবার বাড়ি থেকে ঢাকায় আসেন। বুধবার রাতে আশপাশের লোকজন গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই বাসা থেকে গলিত লাশটি উদ্ধার করে। সাইদুল ইসলাম কিভাবে মারা গেছেন তা ময়নাতদন্ত রিপোর্ট পেলেই জানা যাবে বলে জানান তিনি।