Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
13আমাদের জীবনে প্রত্যেকটি সম্পর্কের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। জন্মের পর থেকেই অনেক সম্পর্কের সাথে আমরা জড়িত থাকি। যা আমাদের রক্তের সম্পর্ক। মানুষ যখন প্রেম করে তখন সেই সম্পর্ক সে নিজেই তৈরি করে। বিভিন্ন মানুষের কাছে ভালবাসার সংজ্ঞা বিভিন্ন।
আপনি কখন কেন কাকে ভালবাসবেন হয়ত তা বুঝতে পারবেন না। তবে কিছু উপায় আছে এতে আপনি আপনার জন্য সেরা সঙ্গী বাছাই করতে পারবেন। আসুন জেনে নেয়া যাক সে সকল উপায়-
১. এমন কাউকে ভালবাসুন যার সাথে আপনার সব কথা শেয়ার করতে পারবেন:
সুখে থাকুন, দুঃখে থাকুন বা রেগে থাকুন না কেন যার সাথে আপনি আপনার মনের সকল কথা শেয়ার করতে পারবেন তাকেই আপনার সঙ্গী বানান। তাহলে আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। সে আপনার সকল কথা মনোযোগ দিয়ে শুনেন এবং আপনাকে চাপমুক্ত করার চেষ্টা করেন। তাহলে তাকেই বেঁছে নিন।
২. চোখের ভাষায় কথা বলে:
একজন ব্যক্তি যখন সত্যি আপনার সাথে সারাজীবন অতিবাহিত করতে চাইবে তখন সে আপনার সাথে বেশিরভাগ কথা চোখের দিকে তাকিয়ে বলবে। চোখে চোখে যে কথা হয় সেখানে কোন মিথ্যা থাকতে পারে না।
৩. সে মন দিয়ে কথা শুনবে:
মানুষ শুধু তাদের কান দিয়ে কথা শুনে না সাথে সাথে যে কথা বলছে তার অঙ্গিভঙ্গি দেখেও অনেক কিছু বোঝা যায়। এমন কিছু কথা আছে যা আপনি অনেকদিন আগে বলেছেন কিন্তু সে এখনও তা মনে রেখেছে। তাহলে বুঝে রাখুন সে সত্যিই আপনার প্রতিটি কথায় অনেক গুরুত্ব দেয়।
৪. সে আপনার যত্ন করেন:
সে আপনার অনেক যত্ন করেন। এমন কিছু আত্মার সম্পর্ক রয়েছে পৃথিবীতে যে যখন ই তার সাথে আপনার দেখা হবে আপনার মুখে হাসি চলে আসে। আপনি যখন অনেক চাপে থাকবেন তখন তার কথায় শান্তি খুঁজে পাবেন। সে আপনার সকল সমস্যার সমাধান হয়ে দাঁড়াবে।
৫. সে সকল ক্ষেত্রে সততার পরিচয় দেন:
সততা একজন মানুষের সবচেয়ে বড় গুণ। সে যদি সৎ হয়ে থাকেন, তাহলে অবশ্যই সে আপনার জন্য সঠিক পাত্র। আপনি তার সাথে যতক্ষণ থাকবেন আপনার মাঝে কোন ভয় থাকবেনা। সে সততার সাথে আপনার হাত ধরে পৃথিবীর যে কোন প্রান্তে নিয়ে যেতে পারবে।–সূত্র: লাইফ হ্যাক।