Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
23‘টাইটানিক’ খ্যাত তারকা কেট উইন্সলেটের জন্মদিন ৫ অক্টোবর। আর তার ৪০তম জন্মবার্ষিকীতে সহশিল্পী মাইকেল ফাসবেন্ডারের কাছে উপহার হিসেবে একটি প্রেশার কুকার চেয়েছেন তিনি। কেটের এই আবদার শুনে তো অবাক ফাসবেন্ডার।
কেট অবশ্য তার কারণ হিসাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘প্রেশার কুকারে রান্না হবে হাড়ের এক বিশেষ ঝোল বা স্যুপ। কুচি করা রসুন, শাক-পাতা দিয়ে সেই হাড় প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে ১২ ঘণ্টা। ব্যস, তারপরেই তৈরি হয়ে যাবে সেই পুষ্টিকর হাড়ের ঝোল। এ খাবার নিয়মিত খেলে দূর হয়ে যাবে শরীরের নানা ঝামেলা, আর বয়সও অনেক কম দেখাবে’।
মাইকেল ফাসবেন্ডার মহাখুশি হয়ে বলেছেন, ‘ঠিক আছে, আমাকে যদি একটু খেতে দাও তাহলে অবশ্যই প্রেশার কুকার কিনে দেব।’