Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
47বিএনপির স্থায়ী কমিটির সদস্য মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী ন্যায়বিচারে খালাস পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
আজ শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, আদালতের রায় রিভিউ করা হবে। আশা করি সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায় বিচারে খালাস পাবেন।
এ সময় তিনি বলেন, র‌্যাবের হেফাজতে প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।
তিনি আরও বলেন, বাংলাদেশি হাজিদের দুর্ভোগ লাঘবে এবং অসুস্থ হাজিদের চিকিৎসাসেবা দিতে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।