Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ০২ অক্টোবর ২০১৫
54সালমান খানকে ইদানিং একেবারেই সহ্য করতে পারছেন না কঙ্গনা রানাওয়াত। তাঁর সামনে সল্লু মিঞার কথা উঠলেই রেগে যাচ্ছেন নায়িকা! কেন জানেন কি?
ইন্ডাস্ট্রিতে অনেকেই বলছেন, সাম্প্রতিক ছবি ‘কাট্টি বাট্টি’-তে কঙ্গনা অভিনয় করেছেন সালমানেরই জন্য। সালমানের অনুরোধেই ওই ছবিতে সই করেছিলেন তিনি। প্রথম দিকে এ সব কথার বেশ সহজ উত্তরই দিচ্ছিলেন তিনি।
কিন্তু ছবি মুক্তির পর এ সব কথা শুনে সকলের সামনেই রাগ দেখাচ্ছেন কঙ্গনা। মুখের ওপর বলে দিচ্ছেন, ‘‘এ সব কথা অনেক শুনেছি। এখন তো ছবি মুক্তি পেয়ে গিয়েছে। আর সালমনের কথা আপনাদের মুখে শুনতে চাই না।’’
ঠিক কী ঘটেছিল? যার জন্য সালমানের নাম শুনলেই রেগে উঠছেন কঙ্গনা?
জানা গিয়েছে, ‘কুইন’, ‘তনু ওয়েডস্ মনু রিটার্নস’এর পর মহিলা কেন্দ্রিক চরিত্র করতে করতে তখন ক্লান্ত কঙ্গনা। প্রায় একই ধরনের অভিনয়ে বেশ হাঁপিয়ে উঠেছেন তিনি। সে সময়ই তাঁর কাছে ‘কাট্টি বাট্টি’র অফার আসে।
তিনি নিউ ইয়র্কে থাকাকালীন সালমান নিজে ফোন করে চিত্রনাট্য শোনার জন্য অনুরোধ করেন। তার পরই ছবিতে সই করেন নায়িকা। কিন্তু এখন অনেকে বলছেন, সালমানের অনুরোধ ফেলতে পারেননি কঙ্গনা। তাই এমনও হতে পারে চরিত্র অপচ্ছন্দ হলেও তাতে রাজি হতে হয়েছে।
এ সব শুনেই রেগে গিয়েছেন তিনি। নায়িকার কথায়, ‘‘সালমান আমার বন্ধু। আমি ওকে বিশ্বাস করি। ও এই ছবিটার কথা আমাকে প্রথম বলে ঠিকই। কিন্তু কোনও চাপে আমি রাজি হইনি। আমার চিত্রনাট্যটা ভাল লেগেছে। তাই কাজটা করেছি।’’ আপাতত সব বলিউডি গসিপকে এক ঝটকায় থামিয়ে দিয়ে আপাতত সালমান নিয়ে আর কোনও কথাই বলতে চান না কঙ্গনা।