Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
8দেশের জনপ্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান হজ শেষে দেশে ফেরার পর তার নতুন লুকের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাকে টুপি ও কাঁচাপাকা দাঁড়িতে হাস্যোজ্জ্বল মুখে দেখা যাচ্ছে। এই ছবির বিষয়ে তাহসান মুখ খুললেন। ছবিতে তাঁর আপত্তি নাই, আপত্তি ছবি শেয়ার করার পর তার কমেন্ট বক্সে যেসব কমেন্ট পড়ছে সেখানেই। তাহসান তাঁর নিজের ফেসবুকে লিখেছেন, ‘কিছু মানুষের জন্যে ফেসবুক “সামাজিক যোগাযোগমাধ্যম” নয়, “পরচর্চার মাধ্যম”। হজ থেকে ফেরার পর এয়ারপোর্টের এক কাস্টমস অফিসার তাঁর সাথে আমার একটা ছবি তোলে। সেই ছবি ক্রপ করে গতকাল ফেসবুকে বিভিন্ন পেজে শেয়ার হবার পর কিছু মানুষের নির্বোধ কমেন্ট দেখে একটুও অবাক হইনি। পরচর্চার মাধ্যম” বলে কথা আর টুপি-দাড়িতে গায়ক, পরচর্চা তো হবেই। কিন্তু একটা কথা না বলে পারছি নাৃ..জীবনটা একটা অলৌকিক উপহার। কিছু মানুষ যখন পরচর্চায় ব্যস্ত, তখন অন্য কিছু মানুষ এই উপহার উপভোগে আর বিলিয়ে দিতে ব্যস্ত। দোয়া করি যেন আমরা পরচর্চায় সময় কম দিয়ে সবকিছুতে ভালোটা খুঁজে বের করতে পারি।’