Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
23মুক্তির অপেক্ষায় আছে সালমান খান অভিনীত ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। এ ছবির প্রচারণার সময় নিজের ব্যক্তিজীবনকে উন্মোচন করলেন সালমান। অনেক দুঃসময়ের ভেতর দিয়ে গেছেন তিনি, এখনো যাচ্ছেন। তাই বলে কখনো পরাজয় স্বীকার করেননি বলে জানালেন বলিউডের এই সুপারস্টার। সালমান বলেন, জীবনে সবসময় দুর্দশার ভেতর দিয়ে যেতে হয়েছে আমাকে। কিন্তু তা আমার কাজের ক্ষতি করতে পারেনি। ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শুটিংয়ের সময়ও জটিলতার মধ্যে ছিলেন সালমান। এ সম্পর্কে সালমান বলেন, বাস্তব জীবনে জটিলতার মধ্যে থাকলে আমার ছবির কাজ আরও ভালো হয়। কাজেই আমার ব্যক্তিগত ঝামেলাকে ছবি মুক্তির প্রতিবন্ধকতা হিসেবে দেখবেন না। এই ছবিটির জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। গাড়ি দুর্ঘটনার মামলায় বেশ কয়েকবার কোর্টে যেতে হয়েছে সালমানকে। পাঁচ বছরের জেল পর্যন্ত দেয়া হয়েছিল। তারপরও সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি সে সময় ব্লকবাস্টার হয়েছে। ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তি পাবে ১২ নভেম্বর। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন সোনম কাপুর।