Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
58এবিসি রেডি’র আরজে সামিউল কবির প্রত্যয়ের মৃত্যু স্বাভাবিক ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টমর্টেম রির্পোট থেকে এ তথ্য জানা গেছে। প্রত্যয়ের ঘনিষ্ঠজন আরজে সাব্বির হাসান জানিয়েছেন, ‘প্রত্যয়ের মৃত্যু ছিল স্বাভাবিক। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ব্রেইন স্ট্রোক এর ফলে ইন্টারনাল হেমোরেজিক শকে তার মৃত্যু হয়।’ আরজে সাব্বির আরও জানায়, ব্রেইনের ভেইন রাপচারের পর কন্টিনিউয়াস ব্লিডিং এর কারণে বালিশ রক্তে ভিজে গিয়েছিল। তাছাড়া প্রায় ৩০ ঘন্টা আগে ডেথ হওয়ায় এবং ভ্যাপসা গরম থাকায় অনেকটা ফুলে গিয়েছিল তার লাশ। সাব্বির জানায়, পোস্টমর্টেম শেষে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় রিপোর্ট পাওয়ার পর পরই প্রত্যয়ের জানাজার পারমিশন পাওয়া যায়। পরে শুক্রবার সন্ধ্যায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রত্যয়ের লাশ দাফন করা হয়।