খোলা বাজার২৪ ॥ শনিবার, ০৩ অক্টোবর ২০১৫
বুদ্ধিমান রোবটের আর্বিভাবে চাকরি হারাবে বহু মানুষ। এমন আশঙ্কা থাকলেও থেমে নেই রোবট নিয়ে গভেষণা। এমন এক উদ্দেশ্যকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় হয়ে গেলো ভিন্ন ধরনের এক প্রতিযোগিতা। এতে অংশ নেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ২৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এই তরুণদের চ্যালেঞ্জ রোবট নিয়ে। তাদের লক্ষ এমন একটি রোবট বানানো, যা রিমট কন্ট্রোল ছাড়াই কাজ করবে নিজ বুদ্ধিতে। ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার ড্যানিয়েল গ্রিফিথ বলেন, আমাদের বানানো রোবট বেশ বুদ্ধিমান। তারা জানে তারা আসলে কী করছে। দুই দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় এই প্রতিযোগিতায়। নির্দেশনা ছাড়াই মালামাল সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখতে পারবে এমন একটি রোবট বানাতে হবে তাদের। আয়োজক রোবট বানানোর প্রতিযোগিতা মার্ক ফিলিপস বলেন, সুইচ চাপলেই এরা কাজ শুরু করে। পৃথিবী সম্পর্কে এরা নিজস্ব ধারণা গড়ে নেয়। তারপর সংগৃহীত তথ্য যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করে। আর এই পুরো প্রক্রিয়াটি খালি চোখে দেখা সম্ভব নয়। আর এ চ্যালেঞ্জটাও বেশ কঠিন। কঠিন এই চ্যালেঞ্জ পার হতে পারেননি অনেকেই। আপাতত ব্যর্থতায় ভেঙে না পড়ে পরের বার দ্বিগুন উদ্যোমে ফেরার কথা জানালো তারা।