Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
3টাঙ্গাইলের কালিহাতী হাই স্কুলের মাঠে নারী নির্যাতন ও মানুষ হত্যার প্রতিবাদে শুক্রবার কৃষক শ্রমিক জনতা লীগের সভায় ১৪৪ ধারা জারির সমালোচনা করেছেন দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেন, ‘কয়টা সভায় ১৪৪ ধারা দেবে, মিটিং করতে করতে ঘামাইয়া দেবো। কালিহাতীর মানুষ ক্ষেপলে ২৮৮ ধারা দিয়েও সরকার পার পাবে না।’ কালিহাতী উপজেলার কস্তরীপাড়া প্রাইমারী স্কুলের মাঠে শনিবার সন্ধ্যায় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশ, বিজিবি, মিলিটারী দিয়ে কালিহাতীর মানুষকে দাবিয়ে রাখা যাবে না। মায়ের ইজ্জত নষ্ট করার প্রতিবাদ কালিহাতীর মানুষ করবেই, প্রতিবাদী মানুষকে হত্যা করেও কেউ পার পাবে না।’ একাত্তরের স্মৃতিচারণ করে বঙ্গবীর বলেন, ‘এই কস্তরীপাড়াতে এক দোকানের পাশে বসে জং ধরা এলএমজি কেরোসিন তেল দিয়ে ঘষে পরিস্কার করে পাকিস্তানীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলাম। আজকেও অবরুদ্ধ গণতন্ত্র ও ভোটাধিকার মুক্ত করার জন্য এখান থেকে যুদ্ধ শুরু করতে চাই। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার বাবার হত্যার পর কেউ ছিল না। এখনও সময় আছে আপনি কালিহাতী আসেন, দেখেন আপনার দলের কুলাঙ্গারেরা ছেলেকে দিয়ে মায়ের ইজ্জত নষ্ট করার দুঃসাহস দেখিয়েছে। মায়ের ইজ্জত নষ্ট করার প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে আপনার পুলিশ মানুষ হত্যা করেছে। আপনি কালিহাতীতে আসুন, দেখুন, মানুষ হত্যার বিচার করুন।’ সভায় আরও বক্তব্য রাখেন, কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কালিহাতী উপজেলা কৃষক শ্রমকি জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতা, আব্দুল হাই খান নিয়ন প্রমুখ।