Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ৪ অক্টোবর ২০১৫
61আসুসের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন ও ট্যাবে মাইক্রোসফটের তৈরি অ্যাপস প্রি-ইনস্টল করা থাকবে। সম্প্রতি মাইক্রোসফটের সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে তাইওয়ানের প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের টেকনোলজি লাইসেন্সিংয়ের প্রেসিডেন্ট নিক সাইহোজিস বলেন, আসুসের সঙ্গে চুক্তিটি দুটি প্রতিষ্ঠানের জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের উভয়ের পণ্যের উন্নয়নের পাশাপাশি আমাদের একসঙ্গে আরও কাজ করার দুয়ার খুলে দেবে।’ মাইক্রোসফটের সঙ্গে চুক্তির ফলে এখন থেকে আসুসের অ্যান্ড্রয়েড ফোনে মাইক্রোসফটের অফিস সফটওয়্যার সংক্রান্ত অ্যাপ প্রি-ইনস্টল করা থাকবে। উল্লেখ্য, এর আগে এলজি, সনি ও স্যামসাং তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মাইক্রোসফটের অ্যাপ প্রি-ইনস্টল করেছে। আসুস চতুর্থ প্রতিষ্ঠান হিসেবে এ তালিকায় যুক্ত হচ্ছে।