Sat. Sep 20th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
16অস্ট্রেলিয়ার পর নিরাপত্তার অজুহাতে এবার বাংলাদেশ সফর স্থগিত করেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল প্রোটিয়াদের। ক্রিকেট সাউথ আফ্রিকার ঊর্ধ্বতন এক কর্মকর্তা ফোনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরীকে এই সফর স্থগিতের কথা জানিয়েছেন। আগামী কয়েক মাস বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে দক্ষিণ আফ্রিকা। এরপর বাংলাদেশ সফরের বিষয়ে সিদ্ধান্ত জানাবে তারা।