Thu. Sep 18th, 2025
Advertisements

সোমবার, ৫ অক্টোবর ২০১৫
42কম-বেশি সব সঙ্গীতপ্রেমীদেরই প্রিয় গান ‘সবক’টা জানালা খুলে দাও না’। গানটির স্রষ্টা খ্যাতিমান সঙ্গীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুল। দেশাত্মবোধক গানটি সবাই শুনেছেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। এবার নতুন করে তৈরি হচ্ছে গানটি। কালজয়ী গানটির নতুন ভার্সনও তৈরি করেছেন বুলবুল। তবে পুরোটাই যন্ত্রসঙ্গীতে। এর পেছনে রয়েছে মহৎ উদ্দেশ্য। কয়েকভাবে তৈরি করা হয়েছে এটি। যন্ত্রসঙ্গীতটি দেওয়া হয়েছে জিপি মিউজিকে। এর মাধ্যমে অর্জিত অর্থ ব্যয় করা হবে ক্যান্সার আক্রান্ত শিল্পী স্বীকৃতির চিকিৎসায়। এ সম্পর্কে বুলবুল ফেসবুকে লিখেছেন, “আসিফ আকবর তার একটি গানের অর্থ দিচ্ছেন স্বীকৃতির জন্য। স্বীকৃতির জন্য আমি ‘সবক’টা জানালা’ গানটি কনট্রিবিউট করছি। যন্ত্রসঙ্গীতে অংশ নিয়েছেন বাংলাদেশ-ভারতের অনেক নামী যন্ত্রী। গ্রামীণফোন আমাদের পাশে দাঁড়িয়েছে।’ অন্যদিকে আসিফ তার ফেসবুকে লিখেছেন, “আমার বন্ধু সঙ্গীত শিল্পী স্বীকৃতির তিন ধরনের ক্যান্সার হয়েছে, তার চিকিৎসা চলছে, চলবে। আমি আমার ‘একা একা লাগে’ গানটি জিপিকে দিয়েছি, প্রয়োজনে আরও দেব। বরেণ্য সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই উনার অমর সৃষ্টি— ‘সবকটা জানালা খুলে দাও না’র অন্তত পঁচিশ রকমের ইনস্টুমেন্টাল ভার্সন জিপি’কে দিয়েছেন স্বীকৃতির জন্য। আমরা শপথ নিয়েছি— শেষ পর্যন্ত স্বীকৃতির পাশে থাকব। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই।