খোলা বাজার২৪ ॥ সোমবার, ৫ অক্টোবর ২০১৫
এক হাজার ১৭২ জন অ্যান্ড্রয়েড ডেভেলপারকে আরও দক্ষ করে তোলার লক্ষ্যে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ডেভফেস্ট ২০১৫। গত ১০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ‘অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফর বিগেনার্স’ শিরোনামে বিশেষ স্টাডি জ্যাম সেশন আয়োজন করে এক হাজার ১৭২ জন অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরি করেছে গুগল বাংলাদেশ। বাংলাদেশে গুগলের এই কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করেছে গুগল ডেভেলপার্স গ্রুপের (জিডিজি) চারটি কমিউনিটি; জিডিজি ঢাকা, জিডিজি সোনারগাঁও, জিডিজি বাংলা এবং উইমেন টেকমেকার। গুগল ডেভেলপার গ্রুপ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ৭টি বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮টি ভেন্যুতে স্টাডি জ্যাম কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছিল। এখানে ৩৮টি গ্রুপে সর্ব মোট এক হাজার ১৭২ জন অংশগ্রহণকারীকে অ্যান্ড্রয়েড ডেভেলপিং শেখানো হয়। ডেভফেস্টের দিনব্যাপী কর্মশালার মাধ্যমে তাঁদের আরও দক্ষ করে তোলা হবে। এদিন ডেভেলপারদের তৈরিকৃত প্রজেক্ট প্রদর্শনের পাশাপাশি গেমার জন্য বিশেষ আয়োজন থাকবে। ডেভফেস্টের মাধ্যমে বাছাই করা ডেভেলপারদের নিয়ে পরবর্তীতে হ্যাকফেস্ট ২০১৫ আয়োজন করা হবে।