॥ তুষার আব্দুল্লাহ ॥
খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
ইতালির নাগরিক হত্যার ধকল সামলে না উঠতেই, জাপানি নাগরিককে হত্যা করা হলো। দাবিদার সেই আই এস। এবার বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যম স্বীকারোক্তি এলো। সরকারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে দেশে আইএস জঙ্গি নেই। তবে তাদের পক্ষে কেউ কাজ করার চেষ্টা করে। কোন গোষ্ঠীও এর সঙ্গে জড়িত থাকতে পারে। তবে নিরাপত্তা বাহিনীর কোন বিভাগ এখনও নিশ্চিত করে বলতে পারেনি ইতালির নাগরিক হত্যার সঙ্গে জড়িত ছিল কারা? সেই রহস্য খুঁজে বের করার আগেই তাদের সামনে নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে। এরই মাঝে কূটনীতিক পাড়ার নিরাপত্তার ঘাটতি তাদেরকে প্রশ্নের মুখে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে। এখন বন্ধু দেশ, অবকাঠামো বিনিয়োগ সহযোগী জাপানও যদি একই অবস্থান নেয়, তাহলে বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ সত্যি আরও প্রবল হবে। বাহ্যিকভাবে যে পরোয়া না করার যে ভাবটি মুহূর্তেই খসে পড়তে পারে। সরকারের কাছে একটি বিষয় জানার আছে, যদি বিএনপি-জামায়াত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সঙ্গে যুক্ত থাকে, তাহলে তারা কেনো ব্যর্থ হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। ক্ষমতায় যে রাজনৈতিক দল থাকে দায় ও দায়িত্ব দুই তাকে বেশি নিতে হয়। তবে দুই প্রধান রাজনৈতিক দলের কাছে অনুরোধ থাকবে নিজেরা কাদা ছোঁড়ার খেলায় নেমে তৃতীয় কোনপক্ষকে জয়ী হবার সুযোগ দেবেন না। অতীতে এমন খেলার ফল কারো জন্যই সুখকর হয়নি।
লেখক: কথা সাহিত্যিক ও ডিরেক্টর, সময় টিভি