Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, মেহেরপুর
meherpurগাংনী উপজেলার এলাঙ্গী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মহিলা সহ ৮ জন আহত হয়েছেন। আহতরা হলেন এলাঙ্গী গ্রামের আজিজুল হক (৬০), তার স্ত্রী আদুরী খাতুন (৫৬), দু’ছেলে ইব্রাহিম আলী (২৭) ও নুরাল হোসেন (২৮) সিদ্দিকুর রহমানের স্ত্রী লতিফন নেছা (৫০) দু’ছেলে আবদুল মান্নান (২৭) ও আকুব্বার হোসেন (২৪), সিদ্দিকুর রহমানের মেয়ে সাহেদা খাতুন (৩০)। সোমবার সকাল ৮ টার দিকে এলাঙ্গী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জনায়, এলাঙ্গী গ্রামের আজিজুল হকের ছেলে ইব্রাহিম আলী মালয়েশিয়ায় যাওয়ার জন্য সিদ্দিকুর রহমানের ছেলে আবদুল জাব্বারের কাছে ৮ মাস পূর্বে ১ লক্ষ টাকা দেয়। টাকা দেয়ার পর ইব্রাহিমকে বিদেশে পাঠাতে পারেনী আদম ব্যবসায়ী আবদুল জব্বার। সে টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে দিনের পর দিন ঘুরাতে থাকে প্রতারনার শ্বীকার ইব্রাহীম কে। সোমবার সকালে ইব্রাহিমের বাবা আজিজুল হক আদম ব্যবসায়ী জাব্বারের কাছে টাকা চাইতে গেলে, বাকবিতন্ডার ঘটনা ঘটে। বাকবিতন্ডার একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ঘে জড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে। গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন জানান, সংঘর্ষের ঘটনার কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।