Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, নীলফামারী
nilfamafariসৈয়দপুরে দোকান বাদে রাস্তায় আলাদা চকি পেতে দোকানীদের ব্যবসা চলে আসছে দীর্ঘদিন থেকে। পৌরসভা কর্তৃক বেশ কয়েক বার এগুলো উচ্ছেদ করা হয়। কিন্তু কিছূদিন যেতে না যেতেই আবার চকি পেতে অনেকটা রাস্তায় ব্যবসা চালু হয়ে যায়। দোকানীদের এ সমস্ত কারণে রাস্তা সংকুচিত হয়ে সৃষ্টি হয় যানজট। ক্রেতা সাধারণ পড়ে চরম দূর্ভোগে। শহরের শহিদ ডা: জিকরুল হক রোড, ডা: শামসুল হক রোড, পাঁচমাথা মোড়, মদিনা মোড়ে এ অবস্থা বিরাজ করছে। পাশাপাশি সিনেমা রোড, বিচালীহাটি রোড রাতের অন্ধকারে রাস্তা পাকা করে দোকান বাড়ানো হচ্ছে। আবার কেউ কেউ আকাশ বাড়িয়ে ভবন নির্মাণ করছে। যানজট নিরসনে রাস্তায় চকি পেতে ব্যবসা বন্ধ করতে বারংবার পৌরসভা কর্তৃক শহরে মাইকিং করে দোকানদারের প্রতি অনুরোধ জানানো হলেও দোকানীরা তা মানছেন না। ফলে ক্রেতা সাধারণ প্রয়োজনের সময় বাজার সারতে এসে সাইকেল, মোটরসাইকেল রিক্সা, ভ্যান তো দূরের কথা পায়ে হেঁটে কেনা কাটা করতে দুর্ভোগে পড়ে থাকেন। দোকানদারের এ সকল কাজ কর্মে নিন্দা জানান, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী, নীলফামারী জেলা চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রিজ এর সিনিয়র সহসভাপতি হাজি আফতাব আলম জুবায়ের, বাংলাদেশ মানবাধিকার কমিশন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ওবায়দুল ইসলামসহ অনেকে।