Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, পাবনা
pabnaপাবনার ঈশ্বরদীতে সুজাউল ইসলাম (৩৫) নামে এক পুলিশের এক হাবিলদারকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনা পুলিশ সুপার আলমঙ্গীর কবীর জানান, রোববার বিকেল তিনটা থেকে পাকশী পুলিশ ফাঁড়িতে ডিউটিরত ছিলেন এএসআই সুজাউল ইসলাম। ডিউটি ছিল রাত ১২টা পর্যন্ত। এর মাঝে রাত দশটার পর থেকে হঠাৎ করে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সকালে তার মরদেহ পাকশী রেলব্রিজের পাশে একটি হলুদ ক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। গলায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের প্রাথমিক ধারণা তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।
পুলিশ সুপার আরো জানায়, এএসআই সুজাউল ইসলাম এর বাড়ি বগুড়ায়। তিনি এক বছর আগে পাকশী পুলিশ ফাঁড়িতে যোগ দেন। কোনো নাশকতাকারী এই হত্যাকান্ড ঘটিয়েছে কি না না বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।