Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, রামগতি, লক্ষ্মীপুর
motor-cycal accidentলক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক দেলোয়ার হোসেন দেলু (১৯) নামের এক কিশোর ও পথচারী চানমেহার বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে রামগতি উপজেলার জমিদারহাট-চরবসু সড়কের চরবসু পাটওয়ারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আবুল কালাম ভূঁইয়া বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দেলোয়ারের ছোট বোন মুক্তাকে (১৮) লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও চাচাতো ভাই ছোটনকে (২০) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল কাদের জানান, নিহত চানমেহার বেগম চরবসু এলাকার মৃত জামাল উদ্দিনের স্ত্রী।
রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড মেম্বার খলিলুর রহমান জানান, নিহত দেলোয়ার হোসেন চরসীতা এলাকার মৃত মোহাম্মদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চালক দেলোয়ার হোসেন তার ছোট বোন ও চাচাতো ভাইকে নিয়ে চরবসু বাজারের দিক থেকে ঘটনাস্থলে এসে পথচারী চানমেহার বেগমকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি চালক ও আরোহীসহ ছিটকে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চানমেহার বেগম মারা যান এবং গুরুতর আহত অবস্থায় দেলোয়ার হোসেনসহ অপর আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দেলোয়ার মারা যান।