Fri. Sep 19th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫, সিংড়া, নাটোর
upo electionনাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামি ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার জেলা নির্বাচন অফিস এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ অক্টোবর, প্রার্থিতা বাছাই ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৫ অক্টোবর এবং ভোটগ্রহণ ১০ নভেম্বর মঙ্গলবার। জেলা নির্বাচন কর্মকর্তা সরকার মো. আশরাফুল আলম নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর ১৩ (৩) অনুযায়ী উপ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সম্প্রতি মৃত্যুবরণ করায় এই উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।