Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
47নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের ব্যবসায়িক মানোন্নয়নে যৌথভাবে ‘টিন-ট্রিপ্রিনিউয়ার ফিউশন’ নামক বিশেষ গেম তৈরি করছে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ উদ্যোক্তা ও বক্তা সাবিরুল ইসলাম এবং ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ উপলক্ষে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বেসিস সভাপতি শামীম আহসান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে তথ্য ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। আমাদের তরুণ উদ্যোক্তারাই তথ্য ও প্রযুক্তি নির্ভর টেকসই অর্থনীতির বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের ব্যবসায়িক মানোন্নয়নে নেয়া এই উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি, এই গেমের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি হবে। তারা তাদের ব্যবসায় প্রসারে নানা অভিজ্ঞতা লাভ করবে ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাবিরুল ইসলাম বলেন, ড্রিম৭১ এর তরুণ, উদ্যমী এবং মেধাবী সব প্রযুক্তি নির্মাতাদের সাথে নতুন অংশীদারিত্বে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। যারা কিনা গুণগতমান সম্পন্ন শক্তিশালী অ্যাপ তৈরির পাশাপাশি এটাও জানে একইসাথে কিভাবে সৃষ্টিশীল উপস্থাপনের মাধ্যমে গেমসটি প্রাণবন্ত করে তুলতে হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসিস সভাপতি শামীম আহসান ও বিশেষ অতিথি হিসেবে বেসিসের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ‘টিন-ট্রিপ্রিউনিয়ার ফিউশন’ তরুণ উদ্যোক্তাদের আগ্রহী করতে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য একটি গেমিং অ্যাপ্লিকেশন, যা সাবিরুলের সাড়া জাগানো বোর্ড গেমসের আলোকে তৈরি করা হচ্ছে। বোর্ড গেমসটি যুক্তরাজ্যের ৫৫০ শিক্ষা প্রতিষ্ঠানসহ ২০টির অধিক দেশে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়ক টুল হিসেবে ব্যবহার হচ্ছে। চুক্তি অনুযায়ী এটিকে অধিকতর ইন্টারেক্টিভ ডিজিটাল গেমে রুপান্তর করা হবে। অনলাইন ও অফলাইনে খেলার উপযোগি টিন-ট্রিপ্রিনিউয়ার ফিউশন গেম একটি পরিবর্তনশীল ব্যবসায়িক খেলা।