Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০১৫
5ড্রোন দিয়ে সারা বিশ্বে ইন্টারনেট ছড়িয়ে দেবার পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছিল ফেসবুক। এবার সারা বিশ্বে ইন্টারনেট ছড়িয়ে দেবার জন্য মহাকাশে কৃত্রিম উপগ্রহ ছাড়ার পরিকল্পনা নিয়েছে ফেসবুক। মঙ্গলবার বিবিসি অনলাইনে এ খবর প্রকাশ হয়।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, ফেসবুক ২০১৬ সালে মহাকাশে কৃত্রিম উপগ্রহ ছাড়ার পরিকল্পনা নিয়েছে। আফ্রিকার কিছু অংশে বিনামূল্যে ইন্টারনেট ছড়িয়ে দেবার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
ইন্টারনেট ডট অর্গ নামের ওয়েব সাইট বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেবে।
জুকারবার্গের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে ভারতের মত উন্নয়নশীল দেশগুলো। তাদের মতে এসব দেশ এখন ইন্টারনেট সেবা দিয়ে পয়সা কামাই করছে। বিনামূল্যে ইন্টারনেট সেবা দিলে ইন্টারনেট ব্যবসা মাঠে মারা যাবে।
এর আগে ফেসবুক ড্রোন দিয়ে ইন্টারনেট সেবা দেয়ার কথা বলেছিল। ড্রোন দিয়ে এক ধরনের তরঙ্গ নির্দিষ্ট অঞ্চলে ফেলে ইন্টারনেট সংযোগ স্থাপন করার কৌশল ছিল সেই পরিকল্পনায়। এখন এসবের সঙ্গে যুক্ত হল কৃত্রিম উপগ্রহ।