Fri. Oct 24th, 2025
Advertisements

খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
54বাংলাদেশের মানচিত্রে অন্তর্ভুক্ত ১১১টি ছিটমহলের বাসিন্দাদের গ্রুপভিত্তিক এসএমই ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাংকগুলোকে এই নির্দেশনা প্রদান করে ব্যাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ-ভারত স্থলচুক্তির আওতায় ১১১টি ছিটমহল বাংলাদেশের মানচিত্রের সাথে যোগ হয়েছে। এইসব এলাকার বাসিন্দাদের অর্থনীতির মূল স্রোতের সাথে অন্তর্ভুক্ত করতে ব্যাংক ঋণ প্রয়োজন। তাই এ সব এলাকার উদ্যোগক্তাদের ক্ষুদ্র, মাঝারি শিল্পে গ্রুপভিত্তিক এসএমই ঋণ দিতে সকল তফসিলি ব্যাংকে নির্দেশ দেওয়া হল। এই নির্দেশ দ্রুত কার্যকর করতে প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে।