Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ বুধবার, ৭ অক্টোবর ২০১৫
89তুন একটি চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। ভিন্ন ধর্মী গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটির নাম এখনো ঠিক না হলেও খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক কাঞ্চন। পরিচালক বলেন, ‘গল্প শুনেই ছবিটি করতে রাজি হয়েছেন তিশা। বিদেশ থেকে ফিরেই তিশার সঙ্গে চুক্তি করা হবে। আগে বাণিজ্যিক সিনেমা নির্মাণ করলেও এবার একটি নির্মল বিনোদনের শৈল্পিক চলচ্চিত্র নির্মাণ করতে চাই। আশা করছি ভালোকিছু হবে।’ ছবিতে চঞ্চল ছাড়াও আনিসুর রহমান মিলন অভিনয় করবেন বলে জানা গেছে।